September 6, 2009

এডমিনের মন্তব্যের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন।

আমরা অনেক সময় দেখে থাকি যে, ব্লগস্পটের এডমিনদের মন্তবের ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন। আসুন আজ জেনে নেই কিভাবে এডমিনের মন্তব্যের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায়।

১.
Blogger এ লগইন করুন > Layout > Eidt HTML > Download Full Template (ব্যাকআপের জন্য Templete টি ডাউনলোড করে নিন) > Expand Widget Templates এ টিক দিন

২. এবার Ctrl+f চেপে
]]></b:skin> বের করুন।

৩. নিচের কোডটি]]></b:skin>
ঠিক উপরে পেষ্ট করুন।

.comment-admin {
clear: both;
margin: 10px 0 14px 0;
padding: 10px;
width: 400px;
background: #eee;
color:#000;
}



৪. এখন আপনাকে আবারো Ctrl+f খুঁজে বের করতে হবে <dd class='comment-body'>
থেকে </dd>
পর্যন্ত কোডটি।

৫. কোডটি পেলে আপনি কোডটি সিলেক্ট করে নিচের কোডটি কপি করে নিয়ে উহার পেষ্ট করে দিন।


<b:if cond='data:comment.author == data:post.author'>
<dd class='comment-admin'><p><data:comment.body/></p>
</dd><b:else/><dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span><b:else/>
<p><data:comment.body/></p>
</b:if></dd><dd class='comment-footer'><span class='comment-timestamp'>
<a expr:href='data:comment.url' title='comment permalink'>
<data:comment.timestamp/></a>
<b:include data='comment' name='commentDeleteIcon'/></span></dd></b:if>


৬. Save template বাটনে ক্লিক করে বের হয়ে যান।

এবার দেখুন এডমিনের মন্তব্যের ব্যাকগ্রাউন্ড কালার চেন্জ হয়ে গেছে।

ধন্যবাদ সবাই কে । শুভ ব্লগিং।


2 মন্তব্য:

রান্না বান্নার যত রকম on September 17, 2009 at 10:43 AM said...

তুমি আমাকে ফলো করছো দেখে তোমাকে দেখতে এলাম। ভালোই লাগলো। যদি পার তোমাদের ইতালিতে থাকা মেয়েদের মদ্ধ্যে ব্লগিং এর প্রচার চালিয়ে যেও।তাদেরকে এই লেখাটিদেখিও।
সুন্দর সাজিয়েছ। বেশ, ভালো থেকো।

অচেনা বালক on September 19, 2009 at 12:19 PM said...

আমাকে দেখতে আসার জন্য ধন্যবাদ। আর বাংলা ব্লগিং ছড়িয়ে দিতে চাই বিশ্বময়। লেখাটি পড়লাম। ভাল লাগলো।
আশা করি মাঝে মাঝে ব্লগে উকি দিবেন।

 

নতুন পোষ্ট

পাঠকের মন্তব্য

২টি কথা।

ব্লগিং করা আমার একটি সখ, অনেক ভাল লাগে ব্লগিং করতে। ভাল লাগে ব্লগ পড়তে, ব্লগে লিখতে। ব্লগস্পটে ব্লগ খুলে প্রথমত কিছুই বুঝতাম না। এ ব্লগটি অনেক আগে খুলে ছিলাম কিন্তু কাজ করা হয়ে উঠেনি।
এখন থেকে এখনে নিয়মিত ব্লগ লিখবো ইনশাআল্লাহ।

খিচুড়ি ব্লগ - কপিরাইট © ২০০৯ Free Templates