December 19, 2009

উবুন্টুতে এসে বাংলা লিখছি যেভাবে।

উবুন্টুতে এসে প্রথমে খুবই হতাশ হয়েছিলাম এই ভেবে যে উইন্ডোজ তো অভ্র সফটওয়্যার দিয়ে লিখতাম ইউনিজয় লেয়াউটে কিন্তু এখানে তো লিখতে পারছিনা । আর অভ্র তো উবুন্টুতে সাপোটর্ করে না। তারপর বিভিন্ন ব্লগ ও ফোরামে ঘুরে ফিরে তেমন কিছুই পাচ্ছিলাম না। অভ্র দিয়ে লেখা য়ায় তবে তা ফনেটিক লেয়াউটে আমি আমার ফনেটিকে লিখতে পারিনা। তারপর খুঁজে পেলাম আমাদের প্রযুক্তির এই পোষ্টটি

তারপর এখন থেকে খুবই ভালভাবে ইউনিজয় লেয়াউনটে বাংলা লিখতে পারছি। এখন আর বাংলা লিখতে অভ্র সফটওয়্যারের দরকার হয়না। ইউনিজয় লেয়াউনে লিখতে আমাকে যা যা করতে হয়েছে।

  • System > Preferences > IBus Preferences

  • যে উইন্ডো তে আসবে তাতে Yes চাপুন।

  • Show input method name on language bar এ টিক চিহ্ন দিন।

  • ঐ উইন্ডোরেই Input Method ট্যাব এ যান। সেখানে Select an input method এ Bengali > Unijoy সিলেক্ট করে এড করুন।

  • এই উইন্ডোর Advanced ট্যাব এ Use system keyboard layout এর টিক মার্ক টি তুলে দিন।

  • Close করে বের হয়ে আসুন এবং পিসিটি রিস্টাট করুন। তারপর যেখানে ইচ্ছে লিখুন ইউনিজয় লেয়াউটে বাংলা।

বিস্তারিত পড়ুন...

September 27, 2009

দুটি ইসলামিক ব্লগার টেমপ্লেট।

আজ খুঁজে পেলাম অপূর্ব দুটি ব্লগার টেমপ্লেট। টেমপ্লেট দুটি আমার খুবই পছন্দ হয়েছে। যারা ইসলামিক ব্লগ লিখে থাকেন আশা করি তাদের এই ব্লগ টেমপ্লেট দুটি খুবই পছন্দ হবে।
মন মাতানো ব্যাকগ্রাউন্ড কালার, আছে সুন্দর একটি ব্যানার, তিনটি করলাম, ও সাইডবার ও গেজেট স্থাপনের অনেক সুবিধা।

১.













ডেমো দেখুন এখানে
ডাউনলোড করুন এখান থেকে

২. এই টেমপ্লেটও আমার খুবই ভাল লেগেছে যদি কারো পছন্দ হয় ব্যবহার করে দেখতে পারেন।
এখানেও পাবেন উপরের টেমপ্লেটটরি মতো অনেক সুবিধা।





















ডেমো দেখুন এখানে
ডাউনলোড করুন এখান থেকে। এই পেজে এসে "haven-of-karbala-FA-and-EN.zip" লেখার নিচে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করুন।

আর যারা আমাদের এই টেমপ্লেট দুটি উপহার দিয়েছেন তাদের কিন্তু ধন্যবাদ দিতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে।
বিস্তারিত পড়ুন...

September 15, 2009

আজ ডাউনলোড করলাম "Mozila Mirefox বাংলা"

নেটের সাথে প্রথম পরিচয় Internet Explorer এর হাত ধরেই। প্রথমে অনেক ভাল লাগতো Internet Explorer. এখন আর ভাল লাগে না। এখন সাথে নিয়েছি Mozilz Firefox , খুবই ফাস্ট এই ব্রাউজারটি। ইতালীতে থাকি সেই সুবাদে ইতালীয়ান ভাষ ই ডাউনলোড করেছিলাম। আজ ডাউনোড করলাম। মাতৃভাষা বাংলায় করা Mozila Firefox এর শেষ ভার্সন।
খুবই মজা পাচ্ছি ব্রাউজ করে। সব কিছু বাংলায় দেখছি।

"প্রযুক্তির সব কিছু চাই বাংলায়" এমন স্লোগান দিচ্ছেন অনেকেই, তারা কাজ ও করে যাচ্ছে বাংলায় সবকিছু আমাদের উপহার দেবার জন্য মনে হচ্ছে আগামী দিন গুলিতে প্রযুক্তির সব কিছুই পাবো বাংলাতে।

নিচে কয়েকটি ছবি দেখুন বাংলা Mozila Firefox এর।
১.


২.


Mozila Firefox বাংলা ভার্সন ডাউনলোড করতে পারবেন ওখান থেকে।
বিস্তারিত পড়ুন...

September 12, 2009

তোমার প্রতীক্ষায়…


আজ সমুদ্র সৈকতে বসেছিলাম
তোমাকে দেখার প্রতীক্ষায়,
ভেবেছিলাম তুমি আসবে
সাগরের কুল ঘেষে ঢেউরের সাথে মিশে
ভিজাবে আমার তোমার ভালবাসার জলে।
কিন্তু তুমি আসোনি,
প্রত্যাশা আমার প্রত্যাশা ই রয়ে গেছে
তোমার দেখা মিলেনে।


ভেবে ছিলাম পড়ন্ত বিকেলে
গোধূলির রঙ্গে তোমায় পাবে।
আজ সব নীল ছিল, তোমায় দেখিনি,
প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
বাস্তব আর হয়নি।

ভেবে ছিলাম সন্ধ্যা
তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো
দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ,
তুমি এসেছিলে ঠিকই, কিন্তু হাসোনি।
ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে।
বাস্তব আর হয়নি।
বিস্তারিত পড়ুন...

September 9, 2009

আসুন কয়েকটি রান কমান্ড জেনে নেই।

আমার মতো অনেকেই আছেন সর্টকাট কমান্ড ভালবাসেন। সর্টকাটে কমান্ডে মাউসের ঝামেলা থেকে বাঁচা যায়। আসুন কয়েকটি সর্টকাট কমান্ড জেনে নেই।
Start > Run এ গিয়ে আমরা সর্টকাট কমান্ড গুলো ব্যবহার করতে পারি। 

Program/Utility command
Accessibility Controls access.cpl
Add Hardware Wizard hdwwiz.cpl
Add/Remove Programs appwiz.cpl
Administrative Tools control admintools
Automatic Updates wuaucpl.cpl
Bluetooth Transfer Wizard fsquirt
Calculator calc
Certificate Manager certmgr.msc
Character Map charmap
Check Disk Utility chkdsk
Clipboard Viewer clipbrd
Command Prompt cmd
Component Services dcomcnfg
Computer Management compmgmt.msc
Device Manager devmgmt.msc
Direct X Control Panel (If Installed) directx.cpl
Direct X Troubleshooter dxdiag
Disk Cleanup Utility cleanmgr
Disk Defragment dfrg.msc
Disk Management diskmgmt.msc
Disk Partition Manager diskpart
Display Properties control desktop
Display Properties desk.cpl
Display Properties (w/Appearance Tab Preselected) control color
Dr. Watson System Troubleshooting Utility drwtsn32
Driver Verifier Utility verifier
Event Viewer eventvwr.msc
File Signature Verification Tool sigverif
Findfast findfast.cpl
Folders Properties control folders
Fonts control fonts
Fonts Folder fonts
Game Controllers joy.cpl
Group Policy Editor (XP Pro only) gpedit.msc
Iexpress Wizard iexpress
Indexing Service ciadv.msc
Internet Properties inetcpl.cpl
IP Configuration (Display Connection Configuration) ipconfig /all
IP Configuration (Display DNS Cache Contents) ipconfig /displaydns
IP Configuration (Delete DNS Cache Contents) ipconfig /flushdns
IP Configuration (Release All Connections) ipconfig /release
IP Configuration (Renew All Connections) ipconfig /renew
IP Configuration (Refreshes DHCP & Re-Registers DNS) ipconfig /registerdns
IP Configuration (Display DHCP Class ID) ipconfig /showclassid
IP Configuration (Modifies DHCP Class ID) ipconfig /setclassid
Java Control Panel (If Installed) jpicpl32.cpl
Java Control Panel (If Installed) javaws
Keyboard Properties control keyboard
Local Security Settings secpol.msc
Local Users and Groups lusrmgr.msc
Log Out Of Windows logoff
Microsoft Chat winchat
Mouse Properties control mouse
Mouse Properties main.cpl
Network Connections control netconnections
Network Connections ncpa.cpl
Network Setup Wizard netsetup.cpl
Notepad notepad
Nview Desktop Manager (If Installed) nvtuicpl.cpl
Object Packager packager
ODBC Data Source Administrator odbccp32.cpl
On Screen Keyboard osk
Password Properties password.cpl
Performance Monitor perfmon.msc
Performance Monitor perfmon
Phone and Modem Options telephon.cpl
Power Configuration powercfg.cpl
Printers and Faxes control printers
Printers Folder printers
Private Character Editor eudcedit
Quicktime (If Installed) QuickTime.cpl
Regional Settings intl.cpl
Registry Editor regedit
Registry Editor regedit32
Remote Desktop mstsc
Removable Storage ntmsmgr.msc
Removable Storage Operator Requests ntmsoprq.msc
Resultant Set of Policy (XP Pro) rsop.msc
Scanners and Cameras sticpl.cpl
Scheduled Tasks control schedtasks
Security Center wscui.cpl
Services services.msc
Shared Folders fsmgmt.msc
Shuts Down Windows shutdown
Sounds and Audio mmsys.cpl
SQL Client Configuration cliconfg
System Configuration Editor sysedit
System Configuration Utility msconfig
System File Checker Utility (Scan Immediately) sfc /scannow
System File Checker Utility (Scan Once At Next Boot) sfc /scanonce
System File Checker Utility (Scan On Every Boot) sfc /scanboot
System File Checker Utility (Return to Default Setting) sfc /revert
System File Checker Utility (Purge File Cache) sfc /purgecache
System File Checker Utility (Set Cache Size to size x) sfc /cachesize=x
System Properties sysdm.cpl
Task Manager taskmgr
Telnet Client telnet
User Account Management nusrmgr.cpl
Utility Manager utilman
Windows Firewall firewall.cpl
Windows Magnifier magnify
Windows Management Infrastructure wmimgmt.msc
Windows System Security Tool syskey
Windows Update Launches wupdmgr
Windows XP Tour Wizard tourstart
Wordpad write
বিস্তারিত পড়ুন...

September 7, 2009

পোষ্টের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন বা ছবি রাখুন।

আমরা অনেক সময় চিন্তা করি কিভাবে পোষ্টের ব্যাকগ্রাউন্ড কালার কে একটি ভিন্ন রকম করা যায়। অনেক সময় ভাবি যদি পোষ্টর ব্যাকগ্রাউন্ডে কোন ছবি এড করা যেত।
আজ আমরা জানবো কিভাবে পোষ্টের ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করা যায় ও পোষ্টের ব্যাকগ্রাউন্ডে ছবি এড কারা যায়।

এ জন্য আমাদের যা যা করতে হবে...

১. প্রথমেই আমরা টাইপ করবো Edit Html এ গিয়ে। তারপর নিচের কোডটির মতে করে পোষ্ট লিখুন। বা নিচের কোডটি কপি করে নিয়ে নিজের ইচ্ছা মতে এডিট করে নিন।

২.
<div style="background: #D9D7D7 ; text-align:justify; font-size:120%">
এখানে আপনার পোষ্ট লিখুন। যেমন : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।।
</div>


রেজাল্ট দেখুন :


এখানে আপনার পোষ্ট লিখুন। যেমন : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।।

৩. উপরের background: #D9D7D7 কালার কোডটি পরিবর্তন করলেই আপনি ভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আমি এখন #D9D7D7 এর স্থানে #00FFFF কালার কোডটি স্থাপন করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি কেমন হয়।

<div style="background: #00FFFF ; text-align:justify; font-size:120%">
এখানে আপনার পোষ্ট লিখুন। যেমন : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।।
</div>
যেমন :

এখানে আপনার পোষ্ট লিখুন। যেমন : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।।


এবার দেখবো কি করে পোষ্টের ব্যাকগ্রাউন্ডে ছবি এড করা যায়।

আমরা পোষ্ট লিখছি Edit Html এ। নিচের কোডটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে পোষ্টের ব্যাকগ্রাউন্ডে আমরা ছবি এড করতে পারবো।
কোড :
<div style="background:url(http://zj.shuidao.cn/IRRI/regionalSites/bangladesh/images/Bangladesh.jpg) no-repeat;">

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।

</div>
রেজাল্ট দেখুন :

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস,আমার প্রাণে বাজায় বাঁশি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে -
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কি দেখেছি মধুর হাসি।।
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ কী মায়া গো-
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে ।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মত,-
মরি হায়, হায় রে -
মা তোর বদনখানি মলিন হলে; ও মা আমি নয়ন জলে ভাসি।।


উপরের কোড গুলি ব্যাবহার করে আমরা পোষ্টের ব্যাকগ্রাউন্ডে ভিন্নতা আনতে পারি। আশা করি ট্রাই করে দেখবেন একটি পোষ্টে হলেও। সমস্যা হলে বা কিছু জানার থাকলে মন্তব্যে জানাবেন।
ধন্যবাদ সবাই কে।
বিস্তারিত পড়ুন...

September 6, 2009

এডমিনের মন্তব্যের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করুন।

আমরা অনেক সময় দেখে থাকি যে, ব্লগস্পটের এডমিনদের মন্তবের ব্যাকগ্রাউন্ড কালার ভিন্ন। আসুন আজ জেনে নেই কিভাবে এডমিনের মন্তব্যের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা যায়।

১.
Blogger এ লগইন করুন > Layout > Eidt HTML > Download Full Template (ব্যাকআপের জন্য Templete টি ডাউনলোড করে নিন) > Expand Widget Templates এ টিক দিন

২. এবার Ctrl+f চেপে
]]></b:skin> বের করুন।

৩. নিচের কোডটি]]></b:skin>
ঠিক উপরে পেষ্ট করুন।

.comment-admin {
clear: both;
margin: 10px 0 14px 0;
padding: 10px;
width: 400px;
background: #eee;
color:#000;
}



৪. এখন আপনাকে আবারো Ctrl+f খুঁজে বের করতে হবে <dd class='comment-body'>
থেকে </dd>
পর্যন্ত কোডটি।

৫. কোডটি পেলে আপনি কোডটি সিলেক্ট করে নিচের কোডটি কপি করে নিয়ে উহার পেষ্ট করে দিন।


<b:if cond='data:comment.author == data:post.author'>
<dd class='comment-admin'><p><data:comment.body/></p>
</dd><b:else/><dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span><b:else/>
<p><data:comment.body/></p>
</b:if></dd><dd class='comment-footer'><span class='comment-timestamp'>
<a expr:href='data:comment.url' title='comment permalink'>
<data:comment.timestamp/></a>
<b:include data='comment' name='commentDeleteIcon'/></span></dd></b:if>


৬. Save template বাটনে ক্লিক করে বের হয়ে যান।

এবার দেখুন এডমিনের মন্তব্যের ব্যাকগ্রাউন্ড কালার চেন্জ হয়ে গেছে।

ধন্যবাদ সবাই কে । শুভ ব্লগিং।


বিস্তারিত পড়ুন...
 

নতুন পোষ্ট

পাঠকের মন্তব্য

২টি কথা।

ব্লগিং করা আমার একটি সখ, অনেক ভাল লাগে ব্লগিং করতে। ভাল লাগে ব্লগ পড়তে, ব্লগে লিখতে। ব্লগস্পটে ব্লগ খুলে প্রথমত কিছুই বুঝতাম না। এ ব্লগটি অনেক আগে খুলে ছিলাম কিন্তু কাজ করা হয়ে উঠেনি।
এখন থেকে এখনে নিয়মিত ব্লগ লিখবো ইনশাআল্লাহ।

খিচুড়ি ব্লগ - কপিরাইট © ২০০৯ Free Templates