December 19, 2009

উবুন্টুতে এসে বাংলা লিখছি যেভাবে।

উবুন্টুতে এসে প্রথমে খুবই হতাশ হয়েছিলাম এই ভেবে যে উইন্ডোজ তো অভ্র সফটওয়্যার দিয়ে লিখতাম ইউনিজয় লেয়াউটে কিন্তু এখানে তো লিখতে পারছিনা । আর অভ্র তো উবুন্টুতে সাপোটর্ করে না। তারপর বিভিন্ন ব্লগ ও ফোরামে ঘুরে ফিরে তেমন কিছুই পাচ্ছিলাম না। অভ্র দিয়ে লেখা য়ায় তবে তা ফনেটিক লেয়াউটে আমি আমার ফনেটিকে লিখতে পারিনা। তারপর খুঁজে পেলাম আমাদের প্রযুক্তির এই পোষ্টটি

তারপর এখন থেকে খুবই ভালভাবে ইউনিজয় লেয়াউনটে বাংলা লিখতে পারছি। এখন আর বাংলা লিখতে অভ্র সফটওয়্যারের দরকার হয়না। ইউনিজয় লেয়াউনে লিখতে আমাকে যা যা করতে হয়েছে।

  • System > Preferences > IBus Preferences

  • যে উইন্ডো তে আসবে তাতে Yes চাপুন।

  • Show input method name on language bar এ টিক চিহ্ন দিন।

  • ঐ উইন্ডোরেই Input Method ট্যাব এ যান। সেখানে Select an input method এ Bengali > Unijoy সিলেক্ট করে এড করুন।

  • এই উইন্ডোর Advanced ট্যাব এ Use system keyboard layout এর টিক মার্ক টি তুলে দিন।

  • Close করে বের হয়ে আসুন এবং পিসিটি রিস্টাট করুন। তারপর যেখানে ইচ্ছে লিখুন ইউনিজয় লেয়াউটে বাংলা।

বিস্তারিত পড়ুন...
 

নতুন পোষ্ট

পাঠকের মন্তব্য

২টি কথা।

ব্লগিং করা আমার একটি সখ, অনেক ভাল লাগে ব্লগিং করতে। ভাল লাগে ব্লগ পড়তে, ব্লগে লিখতে। ব্লগস্পটে ব্লগ খুলে প্রথমত কিছুই বুঝতাম না। এ ব্লগটি অনেক আগে খুলে ছিলাম কিন্তু কাজ করা হয়ে উঠেনি।
এখন থেকে এখনে নিয়মিত ব্লগ লিখবো ইনশাআল্লাহ।

খিচুড়ি ব্লগ - কপিরাইট © ২০০৯ Free Templates