September 15, 2009

আজ ডাউনলোড করলাম "Mozila Mirefox বাংলা"

নেটের সাথে প্রথম পরিচয় Internet Explorer এর হাত ধরেই। প্রথমে অনেক ভাল লাগতো Internet Explorer. এখন আর ভাল লাগে না। এখন সাথে নিয়েছি Mozilz Firefox , খুবই ফাস্ট এই ব্রাউজারটি। ইতালীতে থাকি সেই সুবাদে ইতালীয়ান ভাষ ই ডাউনলোড করেছিলাম। আজ ডাউনোড করলাম। মাতৃভাষা বাংলায় করা Mozila Firefox এর শেষ ভার্সন।
খুবই মজা পাচ্ছি ব্রাউজ করে। সব কিছু বাংলায় দেখছি।

"প্রযুক্তির সব কিছু চাই বাংলায়" এমন স্লোগান দিচ্ছেন অনেকেই, তারা কাজ ও করে যাচ্ছে বাংলায় সবকিছু আমাদের উপহার দেবার জন্য মনে হচ্ছে আগামী দিন গুলিতে প্রযুক্তির সব কিছুই পাবো বাংলাতে।

নিচে কয়েকটি ছবি দেখুন বাংলা Mozila Firefox এর।
১.


২.


Mozila Firefox বাংলা ভার্সন ডাউনলোড করতে পারবেন ওখান থেকে।

0 মন্তব্য:

 

নতুন পোষ্ট

পাঠকের মন্তব্য

২টি কথা।

ব্লগিং করা আমার একটি সখ, অনেক ভাল লাগে ব্লগিং করতে। ভাল লাগে ব্লগ পড়তে, ব্লগে লিখতে। ব্লগস্পটে ব্লগ খুলে প্রথমত কিছুই বুঝতাম না। এ ব্লগটি অনেক আগে খুলে ছিলাম কিন্তু কাজ করা হয়ে উঠেনি।
এখন থেকে এখনে নিয়মিত ব্লগ লিখবো ইনশাআল্লাহ।

খিচুড়ি ব্লগ - কপিরাইট © ২০০৯ Free Templates