August 30, 2009

Marquee Effcet / চলমান বাক্য

আমরা অনেক সময় বিভিন্ন ব্লগে বা ওয়েবসাইটে দেখতে পাই চলমান বাক্য যেখানে লেখা থাকে " ব্লগে আপানাকে স্বাগতম " বা এই জাতীয় কিছু । আজ আমরা জানবো কিভাবে এমন Marquee Effcet বা চলমান বাক্য ব্লগে বা ওয়েব সাইটে এড করা যায়।

আমি নিন্মে কয়েকটি নমুনা দিচ্ছি যা আপনারা কপি করে নিয়ে আপনাদের ব্লগে এড করতে পারেন। নিচে কয়েকটি স্টাইল দেওয়া হলো।

  • <marquee align="center" direction="left"
    height="200" scrollamount="2" width="100%">একটা হচ্ছে চলমান বাক্যের প্রথম উদাহারন।</marquee>


রেজাল্ট দেখুন --

এটা হচ্ছে চলমান বাক্যের প্রথম উদাহারন।

  • ২য়টির কোন নিচে দেখুন, এখান থেকে নিজের ইচ্ছা মতে এডিট করে ব্লগে সেট করুন।
<div align="left"><font
face="georgia" color="White"><B><marquee
bgcolor="red" width="100%" scrollamount="3" behavior="alternate">
আমাকে এডিট করে ব্লগে এড করতে পারেন, আর রং ও চেন্জ করতে পারবেন।
</marquee></b></font></div>

রেজাল্ট দেখুন:

আমাকে এডিট করে ব্লগে এড করতে পারেন, আমার রং ও চেন্জ করতে পারবেন।

প্রিয় ব্লগার বন্ধুরা,

আমি কখনোই কোন টিপস লিখি নাই, এটাই আমার প্রথম টিপস বা টিউটেরিয়াল লেখা । যদি কারো ভাল লাগে বা কোন উপকারে আসে তবেই এ লেখা সার্থক।

ধন্যবাদ সবাই কে।

বিস্তারিত পড়ুন...

ব্লগস্পটে এসে গেলাম।

সবার মতে আমি ও চলে এলাম ব্লগস্পটে। ব্লগস্পটে অনেকই সুন্দর সুন্দর ব্লগ দেখলাম।
কেউ লিখে গল্প কবিতা, কেউ ব্লগ টিপস, কেউ কম্পিউটার ইন্টারনেট নিয়ে ব্লগ লিখে।

আমি ব্লগ লিখবো কি নিয়ে?



আমি ব্লগ লিখবো সব কিছু নিয়ে।
বিস্তারিত পড়ুন...
 

নতুন পোষ্ট

পাঠকের মন্তব্য

২টি কথা।

ব্লগিং করা আমার একটি সখ, অনেক ভাল লাগে ব্লগিং করতে। ভাল লাগে ব্লগ পড়তে, ব্লগে লিখতে। ব্লগস্পটে ব্লগ খুলে প্রথমত কিছুই বুঝতাম না। এ ব্লগটি অনেক আগে খুলে ছিলাম কিন্তু কাজ করা হয়ে উঠেনি।
এখন থেকে এখনে নিয়মিত ব্লগ লিখবো ইনশাআল্লাহ।

খিচুড়ি ব্লগ - কপিরাইট © ২০০৯ Free Templates